Skip to main content

Featured

কাসুন্দি দিয়ে কাতল মাছ রান্না

কাসুন্দি দিয়ে কাতল মাছ রান্না একটি মজাদার আইটেম। এভাবে রান্না করলে ভিন্ন মাত্রার স্বাদ পাওয়া যায়। আসুন দেখে নেয়া যাক এটি রান্না করতে কি কি উপাদানের প্রয়োজন। উপাদানঃ— ০১) কাতল মাছ ৪ পিস। ০২) টক দই ৪ টেবিল চামচ। ০৩) পিঁয়াজ বাটা ১/২ কাপ। ০৪) আদা রসুন বাটা ১ টেবিল চামচ। ০৫) কাঁচা মরিচ ৪ টি। ০৬) কাসুন্দি ২ টেবিল চামচ। ০৭) সয়া সস ১ টেবিল চামচ ০৮) মরিচ গুড়া উচু করে ১চা চামচ। ০৯) ধনে গুড়া ১ চা চামচ। ১০) হলুদ গুড়া ১/২ চা চামচ। ১১) লবন। ১২) তেল। পদ্ধতিঃ— একটি পাত্রে টক দই, সয়া সস, সমান্য পিঁয়াজ আদা রসুন বাটা, সামান্য মরিচ ধনে হলুদ গুড়া ও লবন ভাল ভাবে মিশান। এবার মাছের গায়ে ভাল ভাবে মসলা মাখিয়ে ৫/৬ ঘন্টা ফ্রিজে রেখে দিন। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে চুলায় বসান। তেল গরম হোলে মাছ দিয়ে উভয় পাশ একটু কড়া করে ভাজুন ও সরিয়ে রাখুন।এবার গরম তেলে আদা রসুন জিরা বাটা দিয়ে লাইট গোল্ডেন ব্রাউন করে ভাজুন। এবার পিঁয়াজ বাটা, লবন দিন ও পিঁয়াজ লাইট গোল্ডেন ব্রাউন করে ভাজুন।এবার মেরিনেটের অবশিষ্ট মসলা দিন ও ভাল ভাবে কষিয়ে নিন। এবার মরিচ,ধনে, হলুদ গুড়া ও লবন দিন ও ৩০ সেকেন্ড নাড়া চা

তালের পায়েস/ তালের ক্ষীর/ Palm Fruit Pudding



তালের পায়েস/ক্ষীর একটি মজাদার ডেজার্ট ডিসআসুন দেখে নেয়া যাক এটি তৈরী করতে কি কি উপাদানের প্রয়োজন
উপাদানঃ
০১)পাকা তালের জুস কাপ
০২)কনডেন্সড মিল্ক পাউন্ড
০৩)পাউডার দুধ ১০০ গ্রাম
০৪)চিনি ২০০ গ্রাম
০৫)চালের গুড়া ৫০ গ্রাম/পোলাও এর চাল ৫০ গ্রাম
০৬)নারিকেল টি(অপসনাল)
০৭)কিসমিস
০৮)তেজপাতা ২টি
০৯)এলাচি ৪টি, লবঙ্গ টি
১০)লবন চিমটি

পদ্ধতিঃ
প্রথমে পোলাও এর চাল ঘন্টা ভিজিয়ে রাখুনএবার নারকেল চিকন করে কুরিয়ে নিনঅর্ধেক নারিকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিনাএবার ভিজানো পোলাও এর চাল আধা ভাঙ্গা বা মোটা করে ব্লেন্ড করে নিনএবার ব্লেন্ড করা চাল পানি সহ একটি পাত্রে সেদ্ধ করতে দিন মাঝে মাঝে নাড়তে থাকুন যেন তলায় লেগে না যায়এবার একটি পাত্রে কনডেন্সড মিল্ক নিন এবং তার সাথে ১০০ গ্রাম পাউডার দুধ মিশান . লিটার পানি দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিনচাল ভাল ভাবে সিদ্ধ হয়ে গেলে দুধ, বাটা নারিকেল, পাকা তালের জুস, তেজপাত, লবন গরম মসলা মিশান অনবরত নাড়তে থাকুনবেশ ঘন হয়ে আসলে মিষ্টি পরখ করুনমিষটি কম মনে হলে পছন্দ মাফিক চিনি দিননামনোর পূর্বে বাকী অর্ধেক কুরানো নারিকেলের কিছুটা ডেকরেশনের জন্য রেখে বাকিটা মিশিয়ে দিননামিয়ে নিয়ে বড় পাত্রে ঢেলে নিনউপরে কিসমিস কুরানো নারকেল ছড়িয়ে সাজিয়ে নিন

Comments